খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে ১৮ ঘণ্টা ধরে নির্দয়ভাবে পিটিয়ে এক মুসলিম যুবককে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
চুরির অভিযোগে ২৪ বছর বয়সী ওই যুবককে বেঁধে ১৮ ঘণ্টা পেটানো হয়। মারধরের ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। একটি ভিডিওতে দেখা যায় তাকে কাঠ দিয়ে মারছেন এক ব্যক্তি। অন্য আরেকটি ভিডিওতে ওই মুসলিম যুবককে 'জয় শ্রী রাম' ও 'জয় হনুমান' বলতে বাধ্য করা হয়। গত ১৮ জুন এ ঘটনা ঘটে। যুবকটি বার বার তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছিলেন।
১৮ ঘণ্টা মারধরের পর তাবরেজ আনসারি নামের সেই মুসলিম যুবককে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গত ২২ জুন তার শারিরীক অবস্থার অবনতি হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাবরেজ আনসারির।
পুনেতে শ্রমিক হিসেবে কাজ করতেন তাবরেজ। পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে তিনি বাড়ি এসেছিলেন। ঈদের ছুটিতে তার বিয়ে হওয়ার কথাও ছিল।
এ ঘটনায় পাপ্পু মণ্ডল নামে এক জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০