জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা পরিকল্পনা মামলার আসামি ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কুশুম্বা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার কুশুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আসাদুল ইসলম, শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দুল শান্তিনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সুজাউল ইসলাম। এছাড়া স্থানীয় জাময়াতের বিভিন্ন পদে থাকা নেতা বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও একই গ্রামের আবু নূরের ছেলে আশরাফুল আলম।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গত ২ সেপ্টেম্বর নিজগ্রামের মসজিদে বসে এক দল জামায়াত-শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে তদন্ত সাপেক্ষে এজাহার নামীয় ১০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। শনিবার সকালে তাদের গ্রেফতার করে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০