খবর ২৪ঘণ্টা ডেস্ক:জয়পুরহাট সদরের দানিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শিশু ও ৫ নারীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০