জয়পুরহাট প্রতিনিধি: আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জয়পুরহাটের সদর উপজেলার চকদাদরায় বাস্তিবায়িত আইপিএম কৃষক মাঠ স্কুলের সমাপনী অনুষ্ঠান ও রাজস্ব খাতের বাস্তবায়িত বারি বিটি বেগুন-৪ জাতের বেগুন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চকদাদরা গ্রামে অনুষ্ঠিত আইপিএম কৃষক মাঠ স্কুলের সমাপনী অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোকাম্মেল হক। এসময় অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত উপ-পরিচালক মহব্বত হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সেরাজুল ইসলাম সাজু, কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতি রানী সরকার ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমল চন্দ্রসহ চকদাদরা আইপিএম কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, বারি বিটি বেগুন-৪ জাতের বেগুন চাষ করলে কৃষকরা অধিক লাভবান হবেন। কারন বিটি বেগুনে পোকার উপদ্রোপ নেই তাই, কীটনাশক ছাড়াই এই ফসল উৎপাদন সম্ভব।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীর জন্য নগদ অর্থের চেক ও আইপিএম কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০