জয়পুরহাট প্রতিনিধি: আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা যেসব কথা দেন তা রাখেন, তিনি তার নির্বাচনী ইসতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা সবই পালন করেছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।
জয়পুরহাটের আক্কেলপুরে মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আঃ রহিম স্বাধীন মাস্টার ও কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী।
তার আগে তিনি ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন দেন ও পুরুস্কার বিতরন করেন। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০