খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা (৬০) মারা গেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাসে মারা যাননি। তার শারীরিক অনেক সমস্য ছিল।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল
সাড়ে ১০টার দিকে ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা নিয়ে হাসপাতালে
ভর্তি হন ওই সবজি বিক্রেতা। আগে তার টিবি রোগ ছিল। হাসপাতালে তার
স্বাস্থ্য পরীক্ষা ও এক্স-রে করা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বিকেলের পর তার অবস্থা ভালো
না বলে ঢাকা থেকে রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে তিনি জানতে পারেন। রাত
সাড়ে ৮টার দিকে জানতে পারেন ওই ব্যক্তি ফেরি থেকে নামার সময় মারা গেছেন।
ভালো না বলে ঢাকা থেকে রাজবাড়ীতে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে তিনি জানতে পারেন। রাত সাড়ে ৮টার দিকে জানতে পারেন ওই ব্যক্তি ফেরি থেকে নামার সময় মারা গেছেন।
দীপক কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তির মৃত্যুর কারণ আমরা এখনও নিশ্চিত নই। তার অনেক সমস্যা ছিল। তবে তিনি করোনায় মারা যাননি। তারপরও সবার নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকায় পাঠানো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তার নমুনা সংগ্রহের বিষয়টি জানার চেষ্টা করছি।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০