জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও গরীব ও দুস্থ্যদের মাঝে উন্নত মানের বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শহীদ এ.এইচ.এম কামারুজ্জমান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শহীদ কামারুজ্জামান চত্বরের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরগা মাদ্রাসা ও আল্লামা মোহাম্মদ মিয়া কাসেমী মাদ্রাসা শিক্ষার্র্থীদের উন্নত মানের খাবার প্রদান করা হয়। দুটি মাদ্রাসা সহ মোট ১৩০০ জনকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই খাবার প্রদান করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মোঃ মশিউর রহমান,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও আসাদুজ্জামান আজাদ, আইন বিষয়ক মোঃ মোসাব্বিরুল ইসলাম সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০