খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচি পালনে জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট বিএনপির সিনিয়র নেতারা। এর জন্য কেন্দ্রীয়, মহানগর এবং জেলা পর্যায়ের বিএনপির নেতাদের কাজ দেখতে মনিটরিং সেল গঠন করার পরামর্শ দিয়েছেন তারা।
বেশ কয়েকেজন সিনিয়র নেতা জানান, কেন্দ্রীয় নেতাসহ জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা শুধু পদ-পদবী নিয়ে বসে আছেন। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোন কাজ করছেন না। তবে কিছু কিছু জেলায় কাজ হচ্ছে, আবার কিছু জেলায় প্রশাসনের কারণে করতে পারছে না এবং কিছু জেলায় নিজেদের গাফলতির কারণে কাজ হচ্ছে না। এজন্য একটি মনিটরিং সেল গঠনের প্রয়োজন। এছাড়া বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে একটি কমিটি গঠনেরও পরামর্শ দেন বিএনপির নেতারা।
গত শনিবার চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ বক্তব্যে রাখেন। তবে বিএনপির বিগত বৈঠকগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মুঠোফোনে সরাসরি অংশ নিয়েও এ বৈঠক অংশগ্রহণ করেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত এক নেতা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে আন্দোলন-কর্মসূচি (অনশন, মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন এবং লিপলেট বিতরণ) চলছে এগুলো চালানোর পক্ষে নেতারা এক মত পোষণ করেছেন।
অপর এক সূত্রে জানা গেছে, বৈঠকে ঢাকা মহানগর বিএনপির বর্তমান কাজ আগের চেয়ে ভালো হলেও তা নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করেছেন নেতারা। তাদেরকে (নগর বিএনপি) আরো বেশী কাজ করতে হবে এবং দক্ষতা দেখাতে হবে।
পাশাপাশি কেন্দ্রীয় নেতারা এবং জেলা পর্যায়ে যেসকল নেতারা কেন্দ্রীয় পদ নিয়ে আছেন, তারা নিজ জেলায় যাচ্ছেন না বলে বৈঠকে অভিযোগ উঠে। এ অভিযোগে ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ে পাঠানোর সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়।
এছাড়া বৈঠকে খালেদা জিয়ার মুক্তি না পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া এবং বিভাগীয় পর্যায়ে জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও সূত্রটি জানায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০