নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রায়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন, জিপিএ-৫
পেয়েছে মোট ১৬ হাজার ৪৭৮ জন, এরমধ্যে ছাত্র ৭২৭৮ জন ও ছাত্রী ৯২০০ জন, বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২০ জন, দুটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, ৮৮২ টি স্কুল থেকে শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। ২৯৮৬ টি স্কুলের ২৫৯ কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০