নিজস্ব প্রতিবেদক : জুয়া খেলার অভিযোগে রাজশাহী জেলা পুলিশের দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন তাদের এ বরখাস্তের আদেশ দেন। দুজনের মধ্যে একজন ট্রাফিক শাখায় ও অন্যজন কোর্ট শাখায় কর্মরত ছিলেন।
জানা গেছে, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি বাড়িতে বুধবার রাত আড়াইটার দিকে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য জুয়া খেলছিলেন। এ সময় নগরীর বোয়ালিয়া থানা পুলিশের কাছে খবর যায় একটি বাড়িতে জুয়া খেলা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক
করে। পুলিশ আটক করার পর তাদের পরিচয় জানতে পারে। ৯ জনের মধ্যে ৬ জন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্য ও তিন জন রাজশাহী জেলা পুলিশের সদস্য। জেলা পুলিশের তিন জনের মধ্যে ২ জন পুলিশ কনস্টেবল ও একজন অবসরপ্রাপ্ত কুক। মেট্রো পুলিশের ৬ জনকে আরএমপি এবং জেলা পুলিশের দুইজনকে জেলা পুলিশ বরখাস্ত করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হাতে জেলা পুলিশের দুই পুলিশ কনস্টেবল ও এক অবসরপ্রাপ্ত কুক আটক হয়। বিষয়টি জানাজানি হলে রাজশাহী জেলা পুলিশ সুপার স্যার তাদের দুইজনকে বরখাস্তের আদেশ দেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০