প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে নওহাটা পৌর যুবদলের আয়োজনে নওহাটা গার্লস স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর যুবদলের আহবায়ক শাহিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি'ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইল হিকল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও পবা উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আহম্মেদ। সভা পরিচালনা করেন নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।
অন্যদের মধ্যে নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইফতেখারুল ইসলাম রনি, মাহবুবুল আলম সুমন, সুজন মোল্লা, বিএনপি নেতা আতর আলী, প্যানেল মেয়র নাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান কাজিম উদ্দিন, পৌর বিএনপি নেতা আশরাফ আলী ও আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কার৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বারি, জেলা পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজিরুল আলম কাজি, নওহাটা পৌর কাউন্সিলর মোজাম্মেল হক ও আব্দুল কুদ্দস, পবা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা ও শফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি খায়রুল হক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ২নং ওয়ার্ড যুবদল সভাপতি হাসান ইমাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইয়াদুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী , ৪নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মোকলেস আলী, ৫নং ওয়ার্ড সভাপতি নকীর উদ্দিন ও সাধারণ সম্পাদক মোকলেস, ৯নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস, যুবদল নেতা রনি, জেলা ছাত্র দলের সহ-সভাপতি কে.এইচ রানা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আতা ।
বিএনপি নেতা মিলন বলেন, বর্তমান সরকারের পায়ের তলায় আর মাটি নাই। সরকার এখন চোখে অন্ধকার দেখা শুরু করেছে। শনিবারে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকতে জন¯্রােত দেখে ভীত হয়ে পড়েছে। এখন তারা আসছে ডিসেম্বরে সংসদ নির্বাচনে নিজেদেরকে বিজয়ী করতে নীলনক্সার ছক আঁকতে শুরু করেছে। এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকার ভোট জালিয়াতি করার জন্য ই.ভি.এম পদ্ধতি চালু করতে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষকে সঙ্গে বিএনপি ও ২০দলীয় জোটের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও সরকারের এই নীলনক্সা রুখে দেবে। তিনি আরো বলেন, এই সরকার দুর্নীতি করে দেশকে পঙ্গু করে ফেলেছে। এছাড়াও খুন, গুম , নির্যাতনে মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। পুলিশ বিভাগের সদস্য ও প্রশাসনকে ব্যবহার করে ভোট জালিয়াতির মাধ্যমে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করে বিশ্বব্যাপি বর্তমান সরকার ঘৃনার পাত্রে পরিণত হয়েছে। কিন্তু বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রনায়ক ও স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করতে এবং দারিদ্রমুক্ত দেশ গড়তে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, বিএনপি প্রতিষ্ঠা পর থেকেই তিনি দেশের উন্নয়ন করার জন্য ১৯দফা কর্মসূচী গ্রহন করেন। সেই ১৯দফার মাধ্যমে তিনি দেশের উন্নয়ন ত্বরান্বিত করেন। বহিরবিশ্বের সাথে সুসম্পর্ক ¯'াপন করে বিদেশে জনশক্তি রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু একটি কুচক্রিমহল বাংলার এই রাখাল রাজাকে হত্যা করে দেশের উন্নয়ন ও গনতন্ত্রকে নস্যাৎ করে। তার অবর্তমানে রান্না ঘর থেকে বেড়িয়ে এসে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। গণতন্ত্র রক্ষায় এবং স্বৈরশাসকের কবল থেকে দেশকে রক্ষা করতে তিনি আন্দোলন করেন এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হন। তিন বারের সেই সফল প্রধানমন্ত্রীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করেন কারাগারে রেখেছে। বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচনে দিতে সরকারকে বাধ্য করতে আন্দোলনের কোন বিকল্প নাই বলে তিনি জানান। সরকার পতনের এই আন্দোলনে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহবান জানান মিলন।
প্রধান বক্তা মেয়র মকবুল বলেন. পুলিশের উপর নির্ভর করে শেখ হাসিনা আর পার পাবেনা। জনগণ এই সরকারের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ভোট প্রদান করার জন্য মুখিয়ে আছে। সরকারর পরিবর্তনের এখন সময় মাত্র। বিএনপি নির্বাচন মুখি একটি দল। যেকোন মুল্যে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বেড় করে তাঁর নেতৃত্বে এদেশে নির্বাচন হবে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন। দাবী আদায়ে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যেকোন আন্দোলনে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি দল সাথে থাকবে বলে তিনি জানান। সেইসাথে কারাগার ও জীবনের ভয় না করে আন্দোলনে অংশগ্রহন করার জন্য নেতাকর্মীদের আহবান জানান মেয়র।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০