নিজস্ব প্রতিবেদক রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক পোস্টে লিখেছেন, জীবন নাকি, জীবিকা এসব নিয়ে দীর্ঘ বিতর্ক হতে পারে। সরকারকে সকল শ্রেণী-পেশার মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। বিদ্যমান পরিস্থিতিতে সরকার মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কাল ৩১ মে থেকে গণপরিবহন সহ ব্যবসা-বাণিজ্য নির্দিষ্ট সময় পর্যন্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোনো কোনো মানুষের দ্বিমত থাকতে পারে। তবে এই মুহূর্তে সকল বিতর্ক এড়িয়ে নিজের জীবন বাঁচাতে নিম্মোক্ত সিদ্ধান্ত নিতে হবে। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার।
আপনি ঘরে থাকবেন নাকি বাইরে বের হবেন, আপনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য মাস্ক পরবেন কি পরবেন না, আপনি সাবান দিয়ে হাত ধুইবেন কি ধুইবেন না। আপনি আসার মানুষের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখবেন কিনা, আপনার করোনা ও উপসর্গ দেখা দিলে ডাক্তারের কাছে যাবেন কি, যাবেন না। আপনার ইতিবাচক সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০