জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেওয়ার পর এবার তাঁকে দলে নিজের উত্তরসূরি বা তাঁর অবর্তমানে জাপার চেয়ারম্যানের দায়িত্বও ফেরত দিয়েছেন এইচ এম এরশাদ। গতকাল শনিবার ‘সাংগঠনিক নির্দেশে’ এই ঘোষণা দেন এরশাদ।
দলীয় সূত্র জানায়, এই নির্দেশ যাতে আর পরিবর্তন না হয়, সে জন্য জাপার একদল নেতা-কর্মী গতকাল দুপুর থেকে বারিধারায় জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবনের সামনে অবস্থান নেন। রংপুর থেকে আসা দলের একজন কর্মী প্রথম আলোকে বলেন, জি এম কাদেরের বিপক্ষের কোনো নেতা যাতে এরশাদকে দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করাতে না পারেন, সে জন্য তাঁরা পাহারায় আছেন।
এরশাদ গতকাল সাংগঠনিক নির্দেশে বলেন, ‘আমি আবারও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অত্র সাংগঠনিক নির্দেশ দ্বারা পুনর্বহাল করলাম।’ এরশাদ উল্লেখ করেন, গত ২২ মার্চ তিনি যে সাংগঠনিক নির্দেশ জারি করেছিলেন, তা এই সাংগঠনিক নির্দেশ দ্বারা বাতিল ঘোষণা করেছেন। সুত্র: প্রথম আলো
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০