বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তার মৃত্যুর পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় নিয়ে আসার পর সমাহিত করা হয়। এসব নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না। শহীদ জিয়ার কবর সরানো হলে জনগণ তা রক্ষা করবে।
ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সোমবার (৬ সেপ্টম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেরাই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে। কবর সরানোর বিষয়ে প্রশ্নই আসে না। যে যুক্তি দেখানো হচ্ছে তা হচ্ছে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য। সব কিছুতে ব্যর্থ হয়ে আওয়ামী বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, নির্বাচন সম্পর্কে বাংলাদেশের মানুষের আস্থা একদম চলে গেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার চায় না এদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকুক। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক। এ কারণেই দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।
আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০