খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: জার্মানির পশ্চিমের শহর মুয়েনস্টারে পথচারীদের ওপর ভ্যান নিয়ে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার পথচারীদের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন চালক। হতাহতদের অধিকাংশই সিটি সেন্টারের রাস্তার পাশে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন।
হামলার ধরন দেখে প্রাথমিকভাবে এর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ এখনো সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
একটি ছবিতে দেখা যাচ্ছে, মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নিচে একটি রেস্টুরেন্টের মাঝখানে এই গাড়ি। চারপাশে গাড়িটির ধাক্কায় ভেঙে পড়া টেবিল-চেয়ার। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১২ জন।
সেই ঘটনা ঘটিয়েছিলেন তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন। তাঁর সঙ্গে ইসলামী জঙ্গিদের সম্পর্ক ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০