মাদককাণ্ডে আজও জামিন পেলেন না বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে। শাহরুখপুত্রের জামিনের আবেদনের রায় স্থগিত রাখল মুম্বাই সেশন কোর্ট।
বৃহস্পতিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হয়ে শুনানি করেন অ্য়াডিশানাল সলিসিটর জেনারেল অনীল সিং।
তিনি আদালতে জানান, আরিয়ান খান কয়েক বছর ধরে প্রায় প্রতিদিনই মাদক সেবন করতেন। এমনকি মহাত্মা গান্ধীকে টেনে এনেও জামিন না দেওয়ার পক্ষে যুক্তি দেখান।
তিনি বলেন, ‘এটা মহাত্মা গান্ধীর দেশ। এই ধরনের স্বভাব দেশের যুবকদের খারাপ পথে চালিত করবে।’
আরিয়ানের আইনজীবী অমিত দেশাই জানান, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে কেন্দ্রীয় সংস্থা যে অভিযোগ করছে, তা ভ্রান্ত। কারণ, আজকাল এমন ভাষায়ই কথা বলে যুব সমাজ।
এনসিবি আরিয়ান খানের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছে।
মাদক নিয়ন্ত্রক সংস্থার দাবি, মাদক নেওয়ার ক্ষেত্রে আরিয়ানের সঙ্গে বিদেশেরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ ছিল। ওইসব লোকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। ক্রুজে মাদক পার্টির মামলায় অভিযুক্তদের তালিকায় এক নম্বরে রয়েছে আরিয়ান এবং ২ নম্বরে রয়েছে আরাবাজ মার্চেন্ট।
প্রসঙ্গত, মাদক মামলায় আরিয়ানকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আরিয়ান ছাড়াও আরও ৫ জনকে ওই মামলায় গ্রেপ্তার করেছে এনসিবি। এদের সবাইকেই রাখা হয়েছে মুম্বইয়ের আর্থার রোড জেলে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০