খবর ২৪ ঘন্টা ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, রবিবার ভোরে কলম্বোর পানাদুরার শহরতলীতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে গাড়ি চাপা দিয়েছিলেন মেন্ডিস। সে পথচারী ঘটনাস্থলেই মারা যান। এমন অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনার পরপরই কুশল মেন্ডিসকে গ্রেফতার করে পুলিশ।
তবে একদিনের ব্যবধানে তাকে পানাদুরা ম্যাজিস্ট্রেট কোর্ট জামিনে মুক্তি দিয়েছেন। পাশাপাশি তাকে ড্রাইভিং করার অনুমতিও দিয়েছে কোর্ট। পুলিশের তদন্ত অফিসার এবং মেডিকেল অফিসারের সুপারিশের প্রেক্ষিতে তাকে জামিন দিয়েছে কোর্ট। তবে ১ লাখ শ্রীলঙ্কান রূপি জরিমানা দিতে হয়েছে মেন্ডিসকে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুশল মেন্ডিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাগানের দেয়ালে আঘাত করে। সেই বৃদ্ধা দেয়ালে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। যদিও তাকে পানাদুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার মেন্ডিসকে পুলিশ স্টেশনে কাটাতে হয়েছিল। সোমবার কোর্টে তোলার পর জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান।
খবর২৪ঘন্টা /এএইচআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০