খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ফের বোমা ফাটালেন তনুশ্রী দত্ত। কয়েকদিন আগে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। নতুন বোমায় নিশানায় তুললেন বলিউডের এক পরিচালককে। তবে পরিচালকের নাম তিনি বললেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রদত্ত এক সাক্ষাৎকারে অভিযোগটি করেছেন তিনি।
ওই সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিং এর সময়ে তাঁকে হেনস্থা করা হয়। পরিচালক তাঁকে বলেন, জামা কাপড় খুলে ছবির অন্য দুই অভিনেতা সুনীল সেট্টি ও ইরফান খানের সামনে গিয়ে নাচতে।
তবে তনুশ্রী এইসঙ্গে জানিয়েছেন, ওই পরিচালকের এই দাবির বিরোধিতা করেন ইরফান খান ও সুনীল শেট্টি। ইরফান খান সেই পরিচালককে জানিয়েছিলেন, ‘‘প্রত্যেকেই জানে কী করতে হবে। তাই এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।’’ এমনটাই দাবি করেছেন তনুশ্রী দত্ত।
প্রসঙ্গত, ‘চকোলেট’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এবিষয়েও এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্য করেননি। তবে নানা পটেকরের পরে তনুশ্রীর এই বিস্ফোরক দাবি নতুন করে বিতর্ক বাড়াবে বলে মনে করেছেন অনেকে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০