খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে অবস্থানরতদের তুলে দেয়ার চেষ্টা করে।
আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অধ্যাপক ফারজানা ইসলামের পক্ষ নিয়ে ভবনের সামনে অবস্থান নেয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০