নিজস্ব প্রতিবেদক :
স্কুলের ছোট বাচ্চা এবং ক্ষুদে টেনিস প্রেমিকদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ১১ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান অতিথি থেকে কর্মশালা উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন ও আইসিটি) আনওয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আককাস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মাহমুদুল হক রোকন। আরো উপস্থিতি ছিলেন, যুগ্ম সম্পাদক হাসিনুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ ডা: শাহাদাৎ হোসেন রওশন, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন
বিদ্যুৎ, আজীবন সদস্য খসরু, আজীবন সদস্য এস এম আজিজুল আলম মন্টুসহ টেনিস কমপ্লেক্সের সদস্যবৃন্দ। কার্যনির্বাহী কমিটি সদস্য ও বিকেএসপির কোচ জনাব মোঃ জাকির হোসেন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণে নেতৃত্ব দিবেন। তাঁকে সহযোগিতা করবেন কমপ্লেক্সের কোচ কে.এম. ইতরাৎ হামিদ সোহেল আইটিএফ লেভেল-১, সাজেদুর রহমান পিংকু, মোঃ আব্দুর রব, মনিসহ অন্যান্য কোচ, উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রায় ১৭০ জন ক্ষুদে বালক-বালিকা অংশগ্রহণ করছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০