খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বড় ভাই এনামুলকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ফয়জুরের ব্যবহৃত ট্যাব ও মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।
কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মুহিবুল ইসলাম খান ও তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে জাফর ইকবালকে হত্যার উদ্দেশে ছুরি নিয়ে হামলা করে ফয়জুল। সেখানেই তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ফয়জুর গ্রেপ্তার অবস্থায় চিকিৎসাধীন আছে।
ফয়জুর নিজে নিজে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
ফয়জুর গ্রেপ্তারের পর সিলেটে তার বাসায় অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগে মা-বাবা ও ভাই-বোনেরা বাসা থেকে পালিয়ে যায়। পরে মা-বাবা থানায় আত্মসমর্পণ করে। কিন্তু ভাই পালিয়ে যান।
তদন্তের স্বার্থে পুলিশ ফয়জুরের ব্যবহৃত ট্যাব ও ফোন খুঁজচ্ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০