খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে রাস্তায় ফাটল দেখা দেয় এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর ওয়াশিংটন পোস্টের।
জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার সকালে রাজধানী টোকিওর আটশ’ কিলোমিটার পশ্চিমে ওহদা শহরে ৬ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।
দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে, ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। এদিকে পার্শ্ববর্তী ইজুমো প্রদেশেও ভূকম্পন অনুভূত হয়। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এজেন্সিটি জানাচ্ছে, কিছু কিছু রাস্তায় ফাটল দেখা গিয়েছে। আর এক হাজারের বেশি বাড়িতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতকর্তা জারি করা হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০