খবর২৪ঘণ্টা ডেস্ক: ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল কলম্বিয়া। রাশিয়া বিশ্বকাপে ষষ্ঠ দিনের প্রথম খেলায় মাঠে নেমে সেই কলম্বিয়াকেই ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে জাপান।
মঙ্গলবার রাশিয়ার সারানাস্কতে অবস্থিত মোর্দোভিয়া স্টেডিয়ামে প্রথম গোলটি করেন জাপানে শিনজি কাগাওয়া। পরে লস ক্যাফেটেরোসদের পক্ষে গোল পরিশোধ করেন কলম্বিয়ার কুইন্টেরো। কিন্তু খেলায় শেষ পেরেক ঠোকেন জাপানের ইউয়া ওসাকো। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যোদয়ের দেশটি।
এদিকে দলের প্রাণভোমরা জেমস রদ্রিগেজকে ছাড়াই জাপানের বিপক্ষে মাঠে নামে কলম্বিয়া। নীল সামুরাইদের বিপক্ষে কোণঠাসা হওয়ার কারণটা বোধহয় তাই। যদিও ফেভারিট কলম্বিয়া ছিল তারকাবহুল।
খেলার তিন মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জাপানের শিনজি কাগাওয়া। তার একটি শট ডি বক্সের ভেতরে হাত দিয়ে আটকিয়ে দেন লস ক্যাফেটেরোস খেলোয়াড় কার্লস সানচেজ। দেরি করেননি রেফারি। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সানচেজকে সরাসরি লাল কার্ড দেন। জাপান পেয়ে যায় পেনাল্টির সুযোগ। দেরি করেনি কাগওয়াও। বাম পায়ের শটে বল জড়ান লস ক্যাফেটেরোসদের জালে।
আজকের ম্যাচটিকে যদি মারামারির ম্যাচ বলা হয় তবে ভুল হবে না। কারণ জয়ের জন্য মরিয়া জাপান দল কলম্বিয়া দলকে মেরে খেলেছে পুরোটা সময়। প্রথম মিনিটেই কলম্বিয়ার পক্ষে ফ্রিকিকের বাঁশি বাজান রেফারি। জাপানিজ মিডফিল্ডার তাকাশি ইনুই হুয়ান কুয়াদ্রাদোকে ফাউল করায় ফ্রিকিক পায় কলম্বিয়া।
ম্যাচের ৩৯তম মিনিটে কলম্বিয়ার পক্ষে গোল করেন ফার্নান্দো কুইন্তেরো। যদিও গোলটি পেতে তাদের ভিএআর এর সাহাজ্য নিতে হয়েছিল। কলম্বিয়ান এক খেলোয়াড়কে ডিবক্সের বাইরে ফেলে দেওয়ায় ফি-কিকের সুযোগ পায় তারা। শট নেন কুইন্টেরো। বারে লেগে বলটি যখন মাটিতে পড়ে তখন সেটা গোল লাইন অতিক্রম করে তখন বলটি লুফে নেন জাপানি গোলকিপার। কিন্তু কলম্বিয়ার আবেদনে ভিএআর প্রযুক্তির সাহাজ্য নেন রেফারি। বাজিয়ে দেন গোলের বাঁশি।
৫৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জেমস রদ্রিগেজ। প্রথম গোলদাতা কুইন্তেরোর বদলে মাঠে আসেন তিনি। তার মাঠে আসার পর কলম্বিয়ানরা ১০ জনের শক্তিতে এগাতে থাকে।
৭৩তম মিনিটে জাপানের হোন্ডার করার কর্ণার কিক থেকে সরাসরি হেডে গোল করে দলকে এগিয়ে দেন ওসাকো। ২-১ গোলে এগিয়ে যায় জাপান। পরবর্তী সময়গুলোতে আরও কয়েকটি সুসোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দল। রেফারির শেষ বাঁশি বাজে জাপানের পক্ষে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০