খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সমাজে এমন অনেক পুরুষ আছে যাদের হাব-ভাব, আদবকায়দা মেয়েদের মতো৷ এমন অনেক মহিলাও আছেন যাদের চাল-চলন ছেলেদের মতো৷ সেই মহিলাদের কিন্তু এতটা কটূক্তির স্বীকার হতে হয় না, যতটা একটা পুরুষকে হতে হয়৷
মেয়েলি হাবভাবের জন্য কম কটূক্তি হজম করতে হয়নি পরিচালক করণ জোহরকে৷ স্টার প্লাসের রিয়ালিটি শো ‘ইন্ডিয়াস নেক্সট সুপারস্টারে‘ তাঁর জীবনের সেই কঠিন পর্যায়ের কথা শোনালেন করণ৷ এই শোয়ে বিচারক পরিচালক-প্রযোজক করণ জোহর এবং রোহিত শেট্টি৷ শোয়ের আপকামিং এপিসোডে সেই যন্ত্রণাদায়ক দিনগুলির কথা শেয়ার করলেন তিনি৷
শোয়ের একটি পারফরমেন্স মন কেড়ে নেয় করণের৷ পারফরমেন্সটিতে একজন পুরুষ কনটেস্টেন্ট মেয়েলি ছেলের ভূমিকায় অভিনয় করেছিল৷ চরিত্রটি একটি ছেলে হলেও সে মেয়েদের মতে হাঁটে, মেয়েদের গানে নাচ করে৷ সেই পারফর্মসেন্স দেখে ইমোশানাল হয়ে যান তিনি৷ তারপরই খুলে বলেন তাঁর ছোটবেলার এক ঘটনা৷
স্কুলে তাকে মেয়েলি আচরণের জন্য ঠাট্টার পাত্র হতে হত৷ এমনকী তাঁকে ‘পানজি’ (ঢ়ধহংু) বলে ডাকা হত৷ পানজি আসলে একটি স্ল্যাং৷ শব্দটি ব্যবহার করা হয় মেয়েলি স্বভাবের ছেলেদের জন্য তাও আবার আক্রমনাত্মক ঠাট্টার ছলে৷ এমন ইয়ার্কি নিতে না পেরে সোজা চলে যান এক শিক্ষিকার কাছে৷ সেই শিক্ষিকা তাঁকে মনে সাহস জোগান, বলেন অন্যের ঠাট্টার জন্য নিজেকে না বদলাতে৷ সাহস পান তিনি৷
এই উপদেশই তাঁকে অনেকটা বদলে ফেলে৷ আদবকায়দা না বদলে নিজের জন্য লড়তে শেখেন তিনি৷ তাঁর মতে এখন যদি তাঁর কোন এক সন্তানের আদবকায়দা অন্যরকম হয় তাহলে তিনি তাঁর সন্তানকে একেবারেই বদলাবার চেষ্টা করবেন না৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০