নিজস্ব প্রতিবেদক :
গত জানুয়ারি মাসে বিএসটিআই’র অভিযানে পৌনে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের আটটি জেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫” এর আওতায় বিএসটিআই এর মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার দায়ে এবং “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স,১৯৮২” এর আওতায় ওজন ও পরিমাপে কারচুপির দায়ে অভিযান পরিচালনার মাধ্যমে ১৯টি মামলায় এক ১ লাখ ৮৫ হাজার ৪’শত জরিমানা আদায় করা হয়।
রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই এর মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ, পণ্য সামগ্রীর গুণগত মান যাচাই, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে এবং মাছ ও ফলমূলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য ২৭টি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান চালানো হয়। দুটি মামলাও দায়ের করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০