খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দেশে দুই কোটি লোক কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দীর্ঘ প্রতিক্ষার পর অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন পাস হতে যাচ্ছে। এখন আইনটি জাতীয় সংসদে আছে। জানুয়ারির অধিবেশনে তা পাস হবে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত ‘১৪তম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিএমই অব বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
নাসিম বলেন, দেশে চিকিৎসকদের ওপর রোগীর অনেক চাপ। কোনো রোগীকে না করার সুযোগ নেই। চিকিৎসক সংকট এখনো রয়েছে। এজন্য খুব শিগগিরি পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
তিনি বলেন, চিকিৎসায় আমরা অনেক এগিয়েছি। কিন্তু রোগীদের সেবায় ডাক্তারদের আরো যত্নশীল হতে হবে। গ্রামে ডাক্তার থাকতে চান না। এভাবে চলবে না। চিকিৎসা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, ডাক্তারদেরও দায়িত্ববান হতে হবে।
চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এ সরকার চিকিৎসকদের সর্বোচ্চ পদোন্নতি দিয়েছে। আমি মন্ত্রিত্ব থাকাকালীন সময়ই চিকিৎসকদের নিরাপত্তা আইন পাস করবো।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০