নিজস্ব প্রতিবেদক :
নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়। বুধবার বিকেলে নগরীর খড়খড়ি বাইপাস
এলাকায় অবস্থিত সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা ও সমন্বয়কারী আসমা খাতুনসহ অন্যান্য সংস্থার সদস্য ও অন্যান্য নের্তৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সদস্যদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০