খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৭৩৪টি কলেজের ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মান্নোয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রকাশিত ফল বিকেল ৪টার পর থেকে SMS এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে 16222নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০