খবর২৪ঘন্টা ডেস্কঃ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকেই মহাসমাবেশে যোগ দিতে শুরু করেন জাতীয় পার্টিসহ শরিক দলগুলোর নেতা কর্মীরা। আজকের মহাসমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক জোট হিসেবে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চায় জাতীয় পার্টি।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়ির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও জিএম কাদের। শুরুতেই বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে বৃহত্তম জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, দেবেন রাজনীতিতে নতুন বার্তা।
এর আগে, গতকাল জাতীয় পার্টির মহাসমাবেশে চমক থাকবে বলে জানান দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার। মহাসমাবেশ থেকে আগামী একাদশ জাতীয় নির্বাচন নিয়ে পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে জোটের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আসতে পারে বলে জানানো হয়।
জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার বলেন, 'বড় বড় দলগুলো জোটকে সমৃদ্ধ করার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। আমরা ইসলামী দলগুলোকে নিয়ে নতুন জোট গঠন করেছি। এখানে আরও অনেক দল আসতে পারে।' জাতিকে কিছু চমক দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মহাসচিব মাওলানা আব্দুল মতিন জানান, সমমনা দলগুলোকে এই জোটে আনার চেষ্টা চলছে।
মাওলানা আব্দুল মতিন আরও বলেন, 'যারা ইসলামের মূল্যবোধে বিশ্বাসী, যারা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, তারা হোসেইন মোহাম্মদ এরশাদের ওপর আস্থাশীল। আমরা আশা করি আমাদের জোট সবচেয়ে বড় জোটে রূপান্তরিত হবে।'
প্রসঙ্গত, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জোটে রয়েছে ৫৮টি দল। এরমধ্যে জাতীয় পার্টিসহ দুইটি মাত্র দলের নিবন্ধন রয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০