নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জন্য দুটি নির্ধারিত গাড়ী উদ্বোধন করেছে রাজশাহী জেলা পুলিশ। আজ শনিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সে প্রধান অতিথি থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সেবা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে নির্ধারিত দুইটি গাড়ির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সার্বিক তত্ত¡¡াবধানে রাজশাহী জেলা পুলিশ কর্তৃক এই অনুষ্ঠানটি
আয়োজন করা হয়। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে বাংলাদেশ পুলিশ। রাজশাহী জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এই জেলার সাধারণ জনগণ আরো বেশি দ্রæততার সাথে সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০