মোহনপুর প্রতিনিধি: জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোহনপুর উপজেলা প্রশাসন সাঁকোয়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রবিবার সকাল ১০ টায় উপজেলার সাঁকোয়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,মুক্তিযোদ্ধ নুরমোহাম্মদসহসহ উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় জাতীয় গণ হত্যা দিবসে মানব সভ্যতার ইতিহাসে একটি কলষ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চ বাঙালিরজীবনে নেমে আসে নৃশংস,বীভতস,ভয়স্কর ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকবাহিনী‘অপারেশন সার্চলাইট’র স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এই দিন বাঙালী জাতি তথাবিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০