গোদাগাড়ী প্রতিনিধি :
ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় । এসময় র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রইসুল ইসলাম,উপজেলা হিসাব রক্ষণ অফিসার খন্দকার মাহাফুজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার দুলাল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
পরে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০