খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন নিষ্ঠুর প্রহসন। এর মধ্যদিয়ে জাতির দীর্ঘকালের জন্য ক্ষতি হয়ে গেল।
রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নিচে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসায় উদ্দেশে রওনা হন। সেখানে ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০