খবর২৪ঘণ্টা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে মাথাপিছু জিডিপি’র দিক থেকে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের ১৩ কোটি ৩৪ লাখ মানুষ।
২৮ জুন, বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০১৬ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ধরে নিয়ে এ প্রতিবেদন করে বিশ্ব ব্যাংক।
এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ জিডিপিতে ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়াবে প্রায় ১৭১ বিলিয়ন ডলার।
ঝুঁকির শীর্ষে থাকা দশ জেলার মধ্যে রয়েছে- কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বরগুনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
এই জেলাগুলোকে ‘হটস্পটস’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। নেমে যেতে পারে জীবনযাত্রার মানও।
মারাত্মক ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। বিশ্ব ব্যাংক বলছে, চট্টগ্রামের এলাকাগুলোতে মাথাপিছু জিডিপি এখনকার তুলনায় ১৪.৪ শতাংশ কমে যাবে।
এ ছাড়া মাঝারি ঝুঁকিতে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ এবং রংপুর বিভাগ মৃদু ঝুঁকির মধ্যে থাকবে। একমাত্র সিলেট বিভাগের মানুষ এই ঝুঁকির বাইরে থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০