স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের ঝড়ো ব্যাটিং শেষ পর্যন্ত ফিকে হয়ে গেল। আর শেষ ওভারের শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে তামিমের জন্য খলনায়ক বনে যান বরিশালের মিডল-অর্ডার সালমান হোসেন ইমন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বরিশালের বিপক্ষে ৬ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৫৪ বলে ৯১ রানের মারকুটে ইনিংস উপহার দিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। এই ইনিংসটির ওপর ভর করেই চট্টগ্রাম পায় ১৮২ রানের লড়াকু পুঁজি। চট্টগ্রামের সেই স্কোর ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় বরিশাল।
শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে চট্টগ্রামের পেসার ফাহাদ হোসেনের বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন বরিশালের এই মিডল-অর্ডার ইমন। আর ওই বাউন্ডারিতেই অবিস্মরণীয় জয় পায় বরিশাল। শেষ ওভারে ৩টি ছক্কার পাশাপাশি ২ বাউন্ডারিসহ ২৭ রান তুলে নিয়ে জয়ের রূপকারও বনে যান বরিশালের এই তরুণ।
১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতে পায় ইফতিখার হোসেন ইফতিকে। তার ৩৯ বলে ৫৬ রানের ইনিংস বরিশালকে শক্ত ভিত এনে দেয়।
তারপর ৪ নম্বরে মাঠে নামা সালমান হোসেন ইমনের মাত্র ২৮ বলে ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৫৩ রানের হার না মানা ইনিংসে চট্টগ্রামের প্রায় নিশ্চিত জয় হাতছাড়া হয়।
চট্টগ্রাম: ১৮২/৭, ২০ ওভার (মাহমুদুল হাসান জয় ২২, তামিম ইকবাল ৯১, সাহাদাত হোসেন দিপু ৩, সাব্বির হোসেন ২১, ইয়াসির আলী ১২, মুমিনুল হক ১৩*, মেহেদি হাসান ৩/২৫, কামরুল ইসলাম রাব্বি, মইনুল ইসলাম ও তানভির ইসলাম একটি করে উইকেট)।
বরিশাল: ১৮৫/৫, ২০ ওভার (মজিদ ১৯, ইফতেখার হোসেন ইফতি ৫৬, শামসুল ইসলাম অনিক ১২, সালমান হোসেন ইমন ৫৩*, সোহাগ গাজী ১২, মইন খান ২৬, আহমেদ শরীফ ২/২৭, ফাহাদ, ইরফান ও নাইম হাসান একটি করে উইকেট)।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০