নাটোর প্রতিনিধি: জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আলমঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে সিংড়া, নাটোর হাসপাতাল এবং রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ( ১৮ জানুয়ারী) দুপুর সোয়া দুইটার সময় উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলমঙ্গীর হোসেন ওই গ্রামের মাহমুদ আলী প্রামানিকের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ফসলি জমির মালিকানা নিয়ে মাধা বাঁশবাড়িয়া গ্রামের কামাল মেম্বর ও কালাম প্রফেসরের মধ্যে পুর্ব বিরোধ ছিল। দুপুরে কালামের লোকজন বিরোধপুর্ণ ওই জমিতে পানি সেচ দিতে গেলে কামাল মেম্বর ও তার লোকজন বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা বিরাজ করতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলমঙ্গীর গুরুতর জখম হন এবং সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪/১৫ জন আহত হন।
আলমঙ্গীরকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদের সিংড়া ও নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক) ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০