দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল। সমর কুমার পাল জানান, অবৈধ ভাবে ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খননের
অভিযোগে এর আগে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু আইন অমান্য করে পুনরায় জমির শ্রেনি পরিবর্তন করে পুকুর খনন করতে থাকায় শনিবার বিকেলে উপজেলার তিওরকুড়ি বিল এলাকায় অভিযান চালানো হয়। এরপর তাকে আটক করে দন্ডবিধির ১৮৬০ সালের গণউপদ্রব সৃষ্টি আইনের ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০