আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলচ্চিত্র, নাটক না বাঁচলে দেশের সংস্কৃতি বাঁচবে না। আর সংস্কৃতি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। দেশের করোনাকালে অসচ্ছল শিল্পী ও সংস্কৃতি শিল্পকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নিতে হবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (২৭ মে) সকালে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে থেকে গণতন্ত্র খুঁজছেন। জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্র দেখা যায় না। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক রাজনীতির জন্মদাতা বিএনপির মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ মানায় না।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০