নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম। সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় লজিস্টিক সার্পোট বৃদ্ধিকরণ,
স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধিকরণ, অবকাঠামোগত উন্নয়নসহ ইত্যাদি কল্যাণকর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রধান অতিথি বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। প্রত্যাশিত সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০