ওমর ফারুক:
জনবান্ধব পুলিশিং গড়তে রাজশাহীর ৮টি থানার অফিসার ইনচার্জ ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। আজ রোববার বেলা ১১টার দিকে পাস্পরিক সম্পর্ক আরও বেশি সোহার্দ্যময় করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, থানাগুলো যাতে কোন প্রকার হয়রানি ছাড়াই সাধারণ জনগণকে সেবা প্রদান করে এবং জনবান্ধব পুলিশিং গড়ে তোলে সে বিষয়ে থানাসমূহের অফিসার ইনচার্জগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনগনের প্রভু হিসেবে নয় সেবক হিসেবে জেলা পুলিশের সকল সদস্য কাজ করবে। এছাড়া বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম সংঘটিত
হচ্ছে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি আরো বলেন, নারী নির্যাতন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমের ফরমালিন বিষয়ে বলেন, ফরমালিন মেশাতে দেওয়া হবে না। কেউ এ কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমবাগানগুলোতে নজরদারি করা হচ্ছে। মাদক নির্মূলে
তাফসীরকারদের ওয়াজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ওয়াজ করার কথা বলা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ও মুখপাত্র ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার রায়হান প্রমূখ। মতবিনিময় সভায় পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সদরকে মুখপাত্র হিসেবে ঘোষণা দেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০