খবর২৪ঘণ্টা ডেস্ক: আচমকাই বন্ধ হয়ে গেল ভারতের অমরনাথের তীর্থযাত্রা। জঙ্গি হামলার আশঙ্কায় পর্যটক ও পুণ্যার্থীদের অবিলম্বে জম্মু-কাশ্মীর ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। এদিকে জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা জারি হয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে।
আনন্দবাজার পত্রিকা জানায়, কাশ্মীরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দু’দিন স্থগিত রাখা হয়েছিল যাত্রা। পহেলগাম ও বালতাল— অমরনাথ যাওয়ার এই দুই পথ থেকেই যাত্রীদের জম্মুতে ফিরিয়ে আনা হয়। কিন্তু শুক্রবার তা বন্ধই হয়ে যায় জঙ্গি হানার আশঙ্কায়।
জম্মু-কাশ্মীরে বড় কিছু ঘটতে চলেছে, কিছুদিন ধরেই এ গুঞ্জন চলছিল। ২৫ জুলাই বাড়তি প্রায় ১০ হাজার আধা সেনা আনায় আশঙ্কাটা আরও প্রবল হয়।
তবে অনেকে মনে করছেন, ভারতীয় সংবিধানের বিতর্কিত ৩৭০ ও ৩৫-এ ধারা নিয়ে বড় কোনো পদক্ষেপের প্রস্তুতি চলছে। প্রথমটি কাশ্মীরের ভারত-ভুক্তি নিয়ে ও দ্বিতীয়টিতে রয়েছে কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হওয়ার শর্ত। তবে সরকার একাধিকবার জানিয়েছে, বাহিনী মোতায়েনের সঙ্গে এই দুটি ধারার কোনো সম্পর্ক নেই।
সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশ শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলনে জানায়, জইশ-ই-মুহাম্মদের জঙ্গিরা ঢুকে পড়েছে জম্মু-কাশ্মীরে। পাক সেনার সাহায্যে বড়সড় হামলার ছক কষেছে তারা। এর জের ধরে সেনাবাহিনী ও বিমানবাহিনী নজরদারি শুরু করেছে। এরই মধ্যে উদ্ধার হয় একটি ল্যান্ডমাইন ও টেলিস্কোপ লাগানো মার্কিন এম-২৪ রাইফেল।
শুধু অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে হয়, তবে গোটা কাশ্মীর কেন পর্যটক-মুক্ত করা হচ্ছে- প্রশ্ন তুলেছেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিভ্রান্ত করে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরুর অভিযোগ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
এদিকে সংবাদ প্রতিদিন জানায়, ১২ শতাব্দীতে তৈরি জগন্নাথ মন্দির-সহ পুরীর বিভিন্ন মন্দিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় পুলিশ সুপার উমাশংকর দাসকে জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করে আইবি। পুরীর জগন্নাথ মন্দিরই জঙ্গিদের মূল লক্ষ্য বলে জানানো হয়েছিল গোয়েন্দাদের তরফে। এরপরই ওডিশার এই মন্দির শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করে জেলা পুলিশ।
২৪ ঘণ্টা মন্দিরের চারপাশে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে অচেনা ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে পুরী শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি সতর্ক করা হয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০