খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খেলছেন পেশোয়ার জালমির হয়ে। আজ রোববার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পিএসএলের ফাইনালে মাঠে নামবে পেশোয়ার। কিন্তু বাংলাদেশের ব্যাটিং জিনিয়াসের জন্য দুঃসংবাদ হচ্ছে, এই ম্যাচে পেশোয়ারের হয়ে মাঠে নামা হবে না তামিমের। বাম পায়ের ইনজুরির কারণে পাঁচ- ছয় সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই বাংলাদেশি ব্যাটসম্যানকে।
মাত্রই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লম্বা ব্যস্ততম শিডিউল কাটিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। অবশ্য তামিম ও মাহমুদউল্লাহ ছুটি পাননি। শ্রীলঙ্কা সফর শেষে সেখান থেকেই তাঁরা উড়াল দেন লাহোরের পথে। বাংলাদেশের সামনে আপাতত কোনো সিরিজ নেই। এই সময়ে তামিমের ইনজুরির কারণে বিশ্রামে জাতীয় দলে কোনো প্রভাব না পড়লেও পিএসএলের মতো বড় আসরের ফাইনাল খেলা হাতছাড়া হয়ে গেল তামিমের।
তামিমের পায়ের ব্যথাটা দীর্ঘদিনের। ঘরের মাঠে নিদাহাস ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করতে পারেননি পায়ের ব্যথার কারণে। পিএসএলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। পায়ের ব্যথার কারণেই পিএসএলের দুই ম্যাচ বাকি থাকতেই ব্যাংকক উড়াল দিয়েছিলেন এই তারকা। পায়ের পরীক্ষা করিয়ে ডাক্তারের পরামর্শ নিতে চেয়েছিলেন তিনি। দুঃসংবাদ নিয়েই ফিরতে হলো বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যানকে।
তামিমের বাঁ হাঁটুর এমআরআই রিপোর্ট ভালো আসেনি। চিকিৎসকদের পরামর্শমতো তাই পাঁচ- ছয় সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই তারকাকে। এ সময়ে অনুশীলনও করতে পারবেন না তিনি। আজ ইসলামাবাদের বিপক্ষে পিএসএলের ফাইনালে মাঠে দেখা যাবে না পেশোয়ারের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।
আজকের ম্যাচ শেষেই দেশে ফিরে আসতে চান তামিম। দেশে এসে পরবর্তী কার্যক্রম কী হবে সেটা বিসিবির সাথে আলোচনা করেই ঠিক করবেন এই ব্যাটসম্যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০