খবর২৪ঘণ্টা ডেস্ক: ছোটদের চা খেতে দেওয়া কি আদৌ নিরাপদ! এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে।
বাড়ির ছোটদের চা খেতে দেওয়া হয় এমন দৃশ্য কমবেশি অনেক পরিবারেরই দেখা যায়। অনেক সময় দেখা যায়, চা না দেওয়া হলেও ছোটদের আবদারে নাজেহাল হয়ে বড়রা চা খেতে দেন। কিন্তু ছোটদের চা খেতে দেওয়া কি আদৌ নিরাপদ! এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে।
এই প্রতিবেদনে প্রকাশ, সর্দি কাশির সময়েও শিশুদের চা দিলে ভাল হয়। অনেক বাড়িতে দেখা যায় যে ছোট বয়স থেকেই বাচ্চাদের চা খাওয়ানো হয়। এর ফলেই তাঁরা অজান্তে বিপদ ডেকে আনেন।
শিশুদের চা খাওয়ানোর আগে চা পাতা ২-৩ মিনিটের বেশি ভিজানো উচিত নয়। সেইসঙ্গে চা পাতাও অল্প পরিমানে দেওয়া উচিত। শিশুদের হাতে তুলে দেওয়ার আগে চা যাতে অতিরিক্ত গরম না থাকে, সেই দিকেও লক্ষ রাখা প্রয়োজন।
মাঝে মধ্যে শিশুদের চা দেওয়া যেতেই পারে। পেট খারাপ হলে শিশুদের আদা চা এবং বদহজম হলে দারচিনিযুক্ত চা শিশুদের খাওয়ানো যেতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০