খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে শাহজাদপুরে ছোটদের ক্রিকেট খেলা নিয়ে বড়দের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার কৈজুরী ইউপির গুদিবাড়ি ভাটপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাটপাড়ার আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে রিপন ব্যাপারী ও একই এলাকার আনছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম। আহতদের মধ্যে বাহারাম আলী, গাজী, সাহেব আলী, আবু সামা, আক্তার হোসেন ও রাজুকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে ভাটপাড়ার বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের বিরোধ চলছিল। এর আগেও দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের ছোট ছেলেদের ক্রিকেট খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি অভিভাকদের জানায় তারা। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০