সম্প্রতি রাজশাহী মহানগরীর কুখ্যাত ছিনতাইকারী ও মাদকব্যবসায়ী প্রান্ত ও দীপ্ত'র কুকর্ম নিয়ে দৈনিক জবাবদিহি ও দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: নজরুল ইসলাম জুলু সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জেরে উক্ত সাংবাদিক কে প্রান্ত ও দীপ্ত চক্রটি একাধিকবার মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করেছে। অভিযুক্তরা উভয়ই ২টি নম্বর হতে একাধিকবার
মুঠোফোনে কল করে সাংবাদিক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। তারা উক্ত সাংবাদিকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান সহ তার ছেলেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের দেখে নেওয়ারও হুমকি দেয়। প্রান্ত ০১৭৬৫১২৭২০২ এই নম্বর হতে গতকাল ২২শে অক্টোবর সন্ধ্যা ৬:০৫ হতে রাত্রী ১১:৪৯ পর্যন্ত একাধিকবার কল করে বিশেষ প্রতিনিধি মো: নজরুল ইসলাম জুলু কে হুমকি প্রদান করে এবং একইদিনে ০১৫৮৫৯০০৬৪১ এই নম্বর হতে দীপ্ত দুপুর
২:১৮ মিনিট হতে ৭:৪২ পর্যন্ত বেশ কয়েকবার কল দিয়ে হুমকি দেয়। এই সময় উক্ত নম্বর গুলো হতে প্রান্ত ও দীপ্ত ছাড়াও অজানা কয়েকজনও কথা বলে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু বোয়ালিয়া থানায় জিডি দায়ের করেন যাহার জিডি নম্বর ২১৮২। উল্লেখ্য যে, প্রান্ত ও দীপ্ত উভয়ের বিরুদ্ধেই ডজন খানেক মামলা চলমান রয়েছে। দীপ্ত মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা এবং প্রান্ত হোসেনীগঞ্জ এলাকার বাসিন্দা। মহানগরীর
বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই ও মাদক বিক্রয়ের জন্য এরা কুখ্যাত হওয়ার পরও বেশিরভাগ সময়ই ধরাছোঁয়ার বাইরেই রয়ে যেত। কিন্তু প্রান্ত ও দীপ্ত'র কুকর্মের সংবাদ দৈনিক জবাবদিহি তে প্রকাশের পর থেকেই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেন এবং প্রান্ত ও দীপ্ত উভয়কেই গ্রেফতারের জন্য অভিযান শুরু করেন। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে দীপ্ত কে গ্রেফতার করা হয়েছে বলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন নিশ্চিত করেছেন। প্রান্ত এখনো পলাতক রয়েছে।
জ/ন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০