নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিরোজ আনাম নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ ছাত্ররা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে মুল ফটকের সামনের রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। শুক্রবার রাত ১০টার দিকে রাস্তা অবরোধ করা হয়। তারা অনেক সময় ধরে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, শুক্রবার রাতে রাবির অরথনিতি বিভাগের প্রথম বরষের ছাত্র ফিরোজ আনামকে বহিরাগতরা পথরোধ করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথায় ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা রাস্তা অবরোধ করে। আহত আনামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। সে মেসে থেকে পড়াশোনা করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০