খবর২৪ঘণ্টা.কম: মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনের প্রায় দেড়মাস পর ছাত্রলীগের ‘সাংগঠনিক প্রধান’ ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৩১ জুলাই) দুই বছর মেয়াদী এই কমিটি অনুমোদন করেন। অনুমোদিত কমিটি আওয়ামী লীগ সভাপতির পক্ষে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটিও ঘোষণা করা হয়েছে।
‘প্রাচ্যের অক্সফোর্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসাইন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম, আর সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি হয়েছেন মেহেদী হাসান। এ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো.জোবায়ের আহমেদ।
গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন ‘সাংগঠনিক প্রধান’ শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্নভাবে যাচাই-বাছাইয়ের পর এ নেতাদের অনেককেই গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভাপতি।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন হয়। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০