সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের ৭২তম
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত সাত
নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌর শহরের প্রমথ নাথ দাস রোডে
সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ফখরুল ইসলাম, মুরাদ আহমদ,
রুনু, সালাহ উদ্দিন, জুনেদ ও জাকারিয়াসহ আরো একজন। এদের মধ্যে তিনজনকে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) অবনী শংকর কর জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা
ছাত্রলীগের মোট ছয়টি গ্রুপ পৃথক কর্মসূচির আয়োজন করে। দুপুরে কর্মসূচি
উদযাপনের সময় রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপের মধ্যে ধস্তাধস্তি ও একপর্যায়ে
সংঘর্ষে শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে দুপক্ষের সাত
নেতা-কর্মী আহত হন।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি
নিয়ন্ত্রণে রয়েছে। আবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরে
অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ
দায়ের করেনি। সূত্র : ইউএনবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০