আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনারকে হারিয়েছে টাইগাররা। চারে নেমে ব্যর্থ হয়েছেন সাকিবও। ৯ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার হারিয়ে টাইগারদের সংগ্রহ ৫৪ রান।
ওপেনিংয়ে মুনিম শাহরিয়ার ও নাঈম শেখ ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রান যোগ করতে পারেন। ২ রান করে ফজল হক ফারুকির বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন নাঈম। অপরপ্রান্তে আগ্রাসী মনোভাব নিয়েই খেলতে থাকেন অভিষিক্ত মুনিম। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করে সাজ ঘরে ফিরে যান।
৩টি বাউন্ডারি হাঁকাতে সক্ষমও হন। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ না হওয়াতে ১৮ বলে করতে পারেন মাত্র ১৭ রান। এই ওপেনার এলবির শিকার হয়ে ফেরেন রশিদ খানের বলে। পাওয়ারপ্লে শেষে ২ উইকেটে ৩৭ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ব্যাট হাতে চারে নেমে ব্যার্থ হন সাকিবও। কায়েস আহমেদের বলে ৬ বলে ৫ রান করে ফেরেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মাঠে এই মুহূর্তে আছেন লিটন (২৩) ও মাহমুদউল্লাহ (৩)
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০