খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কয়েক দিন পরই শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। প্রস্তুতি নিচ্ছে চেন্নাই সুপার কিংসও। দু’বছর পর বৃহস্পতিবার হলুদ জার্সিতে নেটে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি।
এদিন চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন সেশনে নেটে স্বমহিমায় দেখা যায় ধোনিকে। ব্যাট হাতে ঝড় তুলেছেন নেটে। ছক্কা হাঁকিয়েছেন নিজস্ব স্টাইলেই। চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরে নেটে ধোনির ছক্কা হাঁকানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সোড়গোল পড়ে যায়। মাহির ব্যাটিং তাণ্ডব দেখে ক্রিকেট অনুরাগীরা এগারোর আইপিএলে মাহিকে নিয়ে বেশ আশাবাদী।
শেষ দু’বছর পুণের জার্সিতে খেলেলেও চেন্নাইয়ই যে ধোনির দ্বিতীয় হোম ও প্রথম পছন্দের ফ্যাঞ্চাইজি, তা বলার অপেক্ষা রাখে না। সেই চেন্নাইয়ের জার্সিতে ফিরে প্রথম ম্যাচেই একাদশ আইপিএলে মাহি ঝড় আছড়ে পড়ার সংকেত দিয়ে রাখলেন ধোনি।
৭ এপ্রিল ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানন্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০